আমাদের দেশে ভাই, মা আছেন দুটি
এক মায়ের সন্তান অন্য মায়ের কাছে ভাঁজা মটরশুঁটি
কতো নিরপরাধ সন্তানকে দিয়েছে ছুটি
কতো সন্তান ধরায় পড়েছে লুটি।
নিজের সন্তানকে পালেন মা দুধেভাতে
সৎ সন্তানদের রাখেন লাথে,লোহিত রক্তপাতে।
ক্ষমতার মসনদে বসেন যে মা
সৎ সন্তানদের লোহিত রক্তে মা রাঙা করেন মাটি
শক্ত করে তার সন্তানদের ঘাঁটি, রক্তে ভিজে শীতলপাটি।
দুই মায়ের আঠারো কোটি সন্তান
তার অর্ধেক থাকে ভুখা, রোগা, বস্ত্রহীন
এমন দৃশ্য দেখেও মায়েদের সুখে কাটে দিন।
ক্ষমতার পালাবদলে যে মা বসে চেয়ারে
নিজ সন্তানদের রাখেন আদর,যত্ন, পেয়ারে!
হাতেকলমে দেন দুর্নীতির শিক্ষা
সৎ সন্তানেরা করেন পথেঘাটে ভিক্ষা।
দেখতে পারেননা সৎ সন্তানের ছায়া
গুলিতে ঝাঁঝরা করেন বুক, ভেঙে দেন পায়া
কবে উদয় হবে সমতার মায়া।
আমাদের দেশে ভাই, মা আছেন দুটি
কখনো দেখতে পাইনি এদের ভালোবাসার জুটি
ভাগ করে খেতে দেখিনি পান্তা কিংবা রুটি।
নিজ সন্তানদের রাখেন চোখেচোখে
শাড়ীর আঁচলে ঢেকে -
সৎ সন্তানদের গায়ে দেন তাজা রক্ত মেখে।
হাসতে হাসতে নেন জীবন -
পঁচা লাশের গন্ধে ভারী হয় পবন।
সমানভাবে যদি পিলাতে না পারেন দুগ্ধ
যোগ্যতা নেই মায়ের আসনে হবার অধিষ্ঠিত।
এক সন্তানকে করে পদপৃষ্ঠ,অন্য সন্তানকে পিলায়ে দুগ্ধ
মায়ের আসনে বসে কথা বলেন মন্ত্রমুগ্ধ।
ডাকবো না আর আপনাদের মা বলে-
রাখবো না আর মাথা কোলে -
এমন স্বার্থান্বেষী, হিংসাত্মক, নির্দয় মা যাবো ভুলে।