আমি একদিন তোমার মুখোমুখি হবো কোন এক বসন্তে
ফেরত চাইবো না আমার স্বর্ণালি দিনগুলো।
শিশির ভেজা সেই দিনগুলো যা ছিলো নির্যাসের মতো
প্রতিটি মুহূর্ত ছিলো যেন রক্তিম সূর্যের আভা মিশ্রিত।
ফেরত চাইবো না আখাউড়া স্টেশনের আনন্দঘন মুহুর্তগুলো
ঢাকা হোটেলে বসে কফি খাওয়ার ছলে তোমার ঠোঁটে দেয়া উষ্ণ চুমুর আঘাত গুলো।
আমার বুকে মাথা রেখে ঘুমানোর রাতগুলো কখনো ফেরত চাইবো না
সরষে পরিমাণ সুখ যদি মোর জীবনে লিখা থাকে কভু, তা যেন তোমায় দিয়ে দেন মোর প্রভু।
সাতপাঁচ না ভেবে তোমার তরে দিতে পারি জীবন
তুমি ছিলে, আছ এবং থাকবে মোর ভুবন।
স্বপ্নময়ী সেই দিনগুলো কখনো চাইতে পারিনা ফেরত
এই ক্ষুদ্র জীবনে তোমাকে আমার খুবই জরুরত।


২৪/০৫/২০২২ সৌদি আরব