হারিয়ে গিয়েছিলে আধারে
ফিরে পেয়েছি তোমায় চন্দ্রিমালোতে
ছিড়ে ফেলেছি সেই মানচিত্র
নিজেকে ধ্বংসের যে মানচিত্র এঁকেছিলাম।


তোমার এ ভালোবাসা
হাজার বছর বাঁচতে স্বপ্ন দেখায়
মরিতে চাই না আমি, যদিও মরিতে হইবে
মরিতে চাই আমি ভালবাসায় পূর্ণ তোমার ঐ বক্ষে।


কোন এক হেমন্তের রাতে
ফসলের মাঠের উপর দিয়ে হেঁটে
সূর্যোদয় থেকে সূর্যাস্তের দেশে তোমাকে নিয়ে হারিয়ে যাওয়ার সময়
শিশির বিন্দু গুলি তোমার পায়ে আল্পনা এঁকে দিবে।


চলন্ত পথে,হিমালয়ের শীর্ষে ওঠে
জানিয়ে দিবো এই ধরণীকে
তুমি আমার ধ্যান, কল্পনা, স্বপ্ন, ভালবাসা
এমনকি প্রতিটি কবিতার ছন্দও তুমি।


লায়লী-মজনু, শিরি-ফরহাদ, চণ্ডীদাস-রজকিনীর মতো
আমরাও লিখবো এক নব ইতিহাস
যে ইতিহাসের পাতায় পাতায় লিখা রবে
তোমার আমার রাগ অভিমান এবং ভালোবাসার কথা।