আঙুলের গাঁটে বৃদ্ধাঙ্গুলি রেখে
হিসাব কষ ভাই পাক্কা হিসাবির বেশে
দেখতে দেখতে চলে গেলো সাল
পুরনো হিসাবে আছে কি অচল মাল।


দিয়েছি আঘাত শতশত
মনে রেখোনা সেই আঘাত কেউ যত্রতত্র
রাতদুপুরে খোলে যাবে নতুন খাতা
ধুসর হবে ভাই পুরনো খাতার পুরনো পাতা।


আতশবাজির আলোয় আলোকিত আকাশ
হৃদয় পুড়ার গন্ধ বয়ে বেড়ায় বাতাস
ব্যথার খাতাটা হবেনা ধুসর
আতসবাজির আলোর মতো থাকবে আলোকোজ্জ্বল।


নতুন বছরের নতুন সূর্যোদয়
ব্যথা বেদনা, জরাজীর্ণতা করে দূর
জাগ্রত হবে কি বোধ, সত্যের হবে কি উদয়
মেহনতি মানুষের প্রতি হবো কি সদয়।


ঋণের বোঝা হচ্ছে ডাবল
ঘুচাইতে ঋণ মিলছে না আর খুন্তি কোদাল শাবল
চক্রবৃদ্ধির মতো ছুয়ছে আকাশ
গায়ে লাগছেনা নববর্ষের বাতাস।


আত্মীয়-অনাত্মীয় ছোট-বড় সকলে
আমার দেয়া আঘাত গুলো রেখোনা হৃদয়ে যতনে
করে দিয়ে ক্ষমা, দিও না কভু উপমা
হৃদ মাজারে রাখবো এ ভালোবাসা সাজায়ে।


ঘুমের ঘোরে গেলো শিশুকিশোর কাল
যৌবন গেলো বিরহ-বেদনা, প্রতিষ্ঠিত হবার সাধনা
বার্ধক্যে এসে রোগের হানা, পুরো জীবনটায় অজানা
কখন যে এসে যায় মৃত্যুর পরোয়ানা।