তুমি সমুদ্র সফেন দ্যাখতে হাজার টাকা খরচ করে ফ্লোরিডা যাও
ভুলে গিয়েছো তুমি আমার বুকে সৃষ্ট সমুদ্রের কথা
যা কোন এক সময় তুমি সৃষ্টি করেছিলে।
বুকের সমুদ্রে বিভিন্ন জায়গায় চর জেগে উঠেছে
কষ্টেরা বসতি নির্মাণ করেছে চরের উপর --
ওরা ঘুরে বেড়ায় সমস্ত সমুদ্রে,পায়ের ছাপ রেখে এগিয়ে যায়।
জেলেরা যখন জাল ফেলে মাছ ধরতে --
তাদের জালে রক্তমাখা লাল কষ্টগুলো ধরা পড়ে।
তুমি তো একবারও এলেনা -
বুকের পাঁজরে বসে সমুদ্র সফেন দ্যাখতে -
বড়শী ফেলে কষ্টগুলো ধরতে।
তুমি জলপ্রপাতের ঝর্ণাধারা দ্যাখতে নায়াগ্রা যাও
একবারও দ্যাখতে ইচ্ছে হলোনা --
তোমার বিরহে সৃষ্ট আমার চোখের জলধারা --
তোমার তো আবার লোনাজল পছন্দনীয় না
হয়তো সেজন্যই ইচ্ছে হয়নি।
এইতো, গত পরশু দিন --
আমার বুকের উপর দিয়ে নৌকা চালিয়ে ঘুরতে গিয়েছিলে
কালো সানগ্লাস, নীল শাড়ী,লাল ব্লাউজ, রেশমি চুড়ি
ঠোঁটে মেখেছিলে গোলাপি রঙের লিপস্টিক!
আমার বুকের গভীরতা মাপতে
নৌকার কিনারায় বসে হাত রেখেছিলে জলে!
মনকে প্রফুল্ল রাখতে, পুরনো স্মৃতি ভুলতে
এখন তুমি পৃথিবীর দর্শনীয় স্থানগুলো ঘুরে বেড়াও
সূর্যোদয় উপভোগ করতে পাড়ি জমাও জাপানে।
আমার মৃত্যুর পর কোন এক শীতের সকালে এসো
কবরের পাশে দাড়িয়ে সবুজ দূর্বাঘাস গুলোকে দ্যাখতে।