কতোটা সৌভাগ্যবান আমি
আজকের এইদিনে আমার বিবাহ এবং বিরহ বার্ষিকী
২০০৮ সালের আজকের এইদিনে -
চাষাবাদের জন্য তার সমস্ত জমিন আমার নামে দলিল করে দিয়েছিল সে
দুই বছর চাষাবাদের পর ২০১০ সালের আজকের এইদিনে
একাধিক কারণ দেখিয়ে
কোর্ট থেকে আইনি নোটিশ পাঠিয়ে বিলুপ্ত করে আমার দখলদারিত্ব।
প্রতিটি বছর সতেরো অক্টোবর অর্ধেক দিন কাটাই আনন্দে
আর বাকী অর্ধেক দিন মদের গেলাসে ডুবে।
তোমাকে হারানোর প্রতিটি বছর,মাস,সপ্তাহ,দিন, ঘন্টা, মিনিট এবং সেকেন্ড হিসাব করে আমি পেয়েছি
১৩ বছর,১৫৬ মাস,৬৭৮ সপ্তাহ, ৪৭৪৮ দিন, ১১৩৯৫২ ঘন্টা, ৬৮৩৭১২০ মিনিট, ৪১০২২৭২০০ সেকেন্ড।
প্রতিটি সেকেন্ড আমাকে পুড়িয়েছে তোমার বিরহ
আজও বুকের মাঝে আগুন দাউদাউ করে জ্বলে আগ্নেয়গিরির অগ্নুৎ্পাতের মতো
এখানে ক্ষত হয়ে এক বিসৃত সুড়ঙ্গ সৃষ্টি হয়েছে।
সুখের সাগরে ভেসে বেড়াও বলে
তেরোটি বছর তোমার কাছে চোখের পলকে ফুরিয়ে গিয়েছে
আমার কাছে একটি বছর এক কোটি বছরের মতো লেগেছে।
তোমার বিচ্ছেদের পর -
আজ তেরোটি বছর ধরে,
হাজার হাজার অবহেলিত হৃদয়ের সাথে
আমার হৃদয়টি পড়ে আছে মর্গে
আর তুমি কিনা যেতে চাও হেঁসে খেলে স্বর্গে।
একবার ফিরে তাকাও পুরনো এইদিনে
সাত সমুদ্র ভালোবাসার বিনিময়ে তোমাকে এনেছিলাম কিনে!
সব আছে, কেবল তুমি নেই
সুখী হতে পারিনি আমি তুমি বিনে।