হৃদয়ের সবকটি কপাট খোলে
তোমাকে উন্মুক্ত আহবান করছি
এই রুপালি তারা ভরা নক্ষত্রের রাতে
তুমি ফিরে এসো হৃদয়ে আমার।


আমি নাহয় ভুল করেছিলাম
কিন্তু শাস্তি তো তুমি কম দাওনি
দশটি বছর বিরহের অনলে পুড়িয়ে পুড়িয়ে
এতোটাই ছাই বানিয়েছো, অবশিষ্ট আর কিছুই নেই।


তোমার বিরহে চোখের জলও শুকিয়ে যাচ্ছে
হয়তো কোন একদিন লোনাজল না এসে
লোহিত রক্ত কণিকা বেরিয়ে আসবে
হয়তো তুমি এটাই দেখতে অপেক্ষা করছো।


যেদিন আমার হৃদয় সংকীর্ণ হয়ে আসবে
যন্ত্রণার ভরে এই হৃদয় পিষে যাবে
সারা পৃথিবী তন্নতন্ন করে খোঁজেও
আমাকে কোথাও নাহি পাবে।


হৃদয়ের সবকটি কপাট খোলে
তোমাকে উন্মুক্ত আহবান করছি
আগামী বসন্তে যখন গাছে-গাছে ফুল ফুটবে
তুমি ফিরে এসো হৃদয়ে আমার।