ধপাস করে পড়ে, টপাস করে যাচ্ছে মরে
হারাম উপায়ে কামিয়ে নিচ্ছো দু'হাত ভরে।
কটুবাক্যে আঘাত করেছো পড়শীর মনে
বিভীষিকাময় ময়দানে পার পাবে কি অফুরন্ত ধনে।
মসজিদে দাড়িয়ে বলোনি হক কথা
ভেঙে চুরমার করেছো ইসলামী প্রথা।
শোনে নালিশ, করেছো পক্ষপাতিত্ব সালিশ --
চোখের জলে ভিজেছে অভাগী বালিশ।
ধামকিতে রেখেছো দমিয়ে মজলুম --
কেঁদেছে নীরবে, ফেলেছে জল, হীনমনোবল।
তারা আজ কোথায়?
তুমি হয়েছো যাদের স্থলাভিষিক্ত --
তুমিও একদিন যাবে চলে সকলের অগোচরে --
মজলুমের পিঠে রেখে হাত ক্ষমা চেয়ে না-ও মাফি মাঙ্গিয়া।
খোদার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল যে নমরুদ --
ক্ষুদ্র মশা তাঁকে করেছিলো নাস্তানাবুদ।
প্রার্থনা করো হে নাফরমান
ইয়া মাবুদ, ঈমানী হালতে দিও মৃত্যুর ফরমান।
গত হয়েছে কতো শক্তিশালী রাজা --
ভেবে দ্যাখেছো মৃত্যুর পর কি হবে সাজা।