দ্যাখিনি লাল বকসি, বলী মাউদ বকসি
দ্যাখেছি তাদের যোগ্য উত্তরসূরী।
তাদের জীবদ্দশায় আসিতাম যদি ভবে
পদধূলি মেখে ধন্য হইতাম অকালেও মরে।


চার পুত্র এক কন্যা দিয়েছিলেন জনম
সুখের সংসারে হঠাৎ দুখের আগমন।
এক কন্যা দিয়ে জন্ম লোকান্তর হলো এক পুত্র
তিন পুত্র হীরার টুকরো বলতো সর্বলোক।


আলতাব আলী সবার বড় মোর পিতামহ
পরের দোষে মাঙ্গতেন মাফি,আরো মাঙ্গবো যদি নাহয় কাফি।
নায়েব আলী মেজো দাদা, কেরামত আলী সেজো
একে একে হারিয়ে গেলো, সাথে গেলো জ্যাঠু।


আলতাব আলীর চার পুত্র তিনটে সোনার টুকরো
নির্বিঘ্নে বিলিয়ে শিক্ষা আলোকিত করেছেন অন্যের ঘর।
বড় ছেলে বাঁধলো ঘর পরপারে গিয়ে -
দোয়া মাঙ্গি ইয়া রব ভালো রেখো পূর্বপুরুষদেরকে।