আর ভাল্লাগছে না --
কবে যে ফিরে যাবো জন্মভূমির জন্মস্থানে
এ এক বেদনা কুঁড়ে-কুঁড়ে খাচ্ছে আমাকে।
কবে যে ফিরে যাবো প্রিয়তমা তোমার বুকে
কবে যে চোখ রাখবো তোমার দুচোখে।
আর ভাল্লাগছে না, একদম না ---
কবে যে ফিরে যাবো মায়ের কোলে --
তাঁর বদনখানি দ্যাখে সব দুঃখ যাবো ভুলে।
বাবা মোর প্রার্থনা করে জায়নামাজে বসে
বেদনা গুলো দাপিয়ে বেড়াচ্ছে মোর হৃদয় চষে।
আর ভাল্লাগছে না, একদম না ---
কবে যে ফিরে যাবো রাজকন্যাদের কাছে
দারিদ্র্যতা আষ্টেপৃষ্টে জড়িয়ে আছে আমার পাছে।
দুমড়ে-মুচড়ে আসে হৃদয়, যখন ভাসে তাদের মুখ
কন্যাদ্বয়কে ঘিরে আমার সমস্ত সুখ।