একদিন চাদর পরিধান করবে ধবধবে সাদা---
আরে গাধা দে তুই উন্নয়নের চাঁদা ---
তাকিয়ে দ্যাখ পৃথিবীতে নেই তোর দাদা --
আর ছুঁড়িস-নে, আর ছুঁড়িস-নে প্যাক-কাদা।
দ্যাখতে দ্যাখতে একদিন যাইবি চলে ---
অনেক ঘুরিয়েছিস হাজার বাহানা-ছলে ---
স্বর্গে কত্তো সুন্দর বাড়ি পাবি এই দান দক্ষিনার ফলে --
একদিন পয়সা নিয়ে ঘুরবি, দেয়ার জায়গা পাবি-নে
এই আমি গেলাম বলে।
ঋণ থাক তোর লাখ টাকা, সমস্যা নেই তাতে ---
তোর কবরে সওয়াব যাবে এই দানের বরকতে --
না না ভাই; সব পাপ পাবে মাফ দুটো পাপ ছাড়া --
শিরক আর ঋণের বোঝা মাথায় লয়ে মরবে যাঁরা।
বেঁচে থাকলে করতে পারবে দান --
পরিশোধে কমিয়ে আনো ঋণের পরিমাণ ---
দাঁড়িপাল্লার ডাণ্ডার নিকটে ঋণদাতা থাকবে দন্ডায়মান
গুছিয়ে-নে গুছিয়ে-নে তোর আখিরাতের সামান।
অনাদায়ে ঋণ -- টের পাবে কি হবে সেইদিন ---
ঋণ থেকে হতে মুক্ত ---
পরিশোধ করো ঝরিয়ে গায়ের রক্ত ---
পরাক্রমশালী ঈশ্বর সেইদিন থাকবেন খুবই শক্ত।
পরিবার রেখে ভুখা, দান করিওনা ওরে বোকা --
অনাহারে কাঁদে যদি তোমার খোকা; ---
কাঁপবে আরশ, পুড়বে বুক, বাড়বে অসুখ --
খেয়াঘাটে বৈঠা বাইতে খুঁজে পাবেনা মাশুক।
ঋণগ্রস্ত কেউ যদি শহীদ হয় আল্লাহর পথে ---
অনাদায়ে জান্নাত পাবেনা রাসূলের মতে --
বর্তমান সমাজে চেনা দায় উত্তম আর অধম --
দান উত্তম, দানের চেয়ে ঋণ পরিশোধ সর্বোত্তম।
পরিবার পরিজনে থাকে যদি উপোস --
কেউ এসে বলবে না -- আমার ঘরে খাবার আছে -
খেয়ে-নে গাপুস-গুপুস --
তক্তপোশে শুয়ে অতিবাহিত করলে কঠিন দিন --
কেউ আসবে না শোধিতে তোমার ঋণ
যাঁরা খেয়েছে নীতির মাথা --
একদিন তারা-ই এসে শুনিয়ে যাবে নীতিকথা।