লাথি মেরে বুকের পাজর ভেংগে
জ্বালিয়ে দাউ চিতার আগুনে
ঐসব রাজনৈতিক ব্যক্তিদেরকে
যারা নির্বাচনের আগে
জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে
ক্ষমতায় গিয়ে ক্ষমতাটাকে
তাদের বাপ-দাদার জমিদারী মনে করে।


শ্রমজীবী মানুষেরা কাক ডাকা স্নিগ্ধ ভোরে
ঘুম থেকে জেগে ইট, বালু, রট ও সিমেন্টের সাথে
প্রতিনিয়ত সংগ্রাম করে।
তাদের উপার্জিত টাকা যারা বিদেশে পাচার করে
জ্যান্ত পুতে ফেল তাদের
সাড়ে তিন হাত মৃত্তিকার গর্ভে।


বাংলার জনগণ আজও ঘুমিয়ে আছে
তাদের মায়ের শাড়ীর আঁচলে
যেইদিন ভেঙ্গে যাবে ঘুম
লেগে যাবে খুন।
আবার রাঙ্গিয়ে যাবে
রবীন্দ্রনাথের সোনার বাংলা, জীবনানন্দের রুপসী বাংলা
আর কবি নজরুলের বাংলাদেশ।


আমাদের রাজনৈতিক দলগুলো বলে
ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ বড়
ক্ষমতায় দিয়ে তার ‍উল্টো
আসলেই এই গুলি রাজনীতি নয় এই গুলো নোংরামি।