মাদকে ভরেছিস সোনার গাঁও
অন্যের নদীতে চালিয়েছিস নাও
তোদের তরে ধার দিচ্ছি আমার ভোঁতা দাও
ছাড়বি কিনা বল আমার এই সোনার গাঁও?


শিক্ষা নেই তোদের কুলে, অহংকার কেবল দোলে
দাম্ভিকতা, অরাজকতা বসত করে তোদের মূলে।
পাড়ায় পাড়ায় তুলেছিস গড়ে জুয়ার আড্ডা
সত্যবাদী মারতে পথের কিনারায় খুঁড়েছিস গাড্ডা।


সত্য মিথ্যা মিশিয়ে
বধির আর অন্ধদের তুলেছিস ফুঁসিয়ে
তোদের বত্রিশ দাঁত ফেলে দেবো ঘুষিয়ে
জীবনের শেষ সখ-আহ্লাদ করে নে পুষিয়ে।


হাসিস-নে হাসিস-নে দেখিয়ে তোর কালো দাঁত
পাছায় লাত্থি মেরে বিদ্যুতের খুঁটির মতো করে দেবো কাত
ল্যাম্পপোস্টের মতো দাঁড়িয়ে অতিবাহিত করবি রাত
মিটবে তোর খুন,ধর্ষণ, লুটপাট আর অরাজকতার সাধ।


গায়ে আমার গাঁওয়ের মাটি যেনো শীতল পাটি
গুড়িয়ে উড়িয়ে দেবো তোদের অপকর্মের ঘাঁটি।
ঘরে ঘরে বুনেছিস বীজ দূর্ণীতি আর সুদের
জ্বালিয়েছি আগুন আমি বিভৎস ক্রোধের।


খেয়ে, মদে মিশিয়ে লাউ - কলঙ্কিত করেছিস গাঁও
অথৈজলে তলিয়ে দেবো তোদের অপশক্তির নাও।
হবি কিনা দেশান্তর,ছাড়বি কিনা গাঁও
সহজেই হতে পারিস তোরা ছাগলের তিন নাম্বার ছাও।


সোনার গাঁওয়ের সোনা করেছিস তোরা চুরি
হারাম খেয়ে খেয়ে বাড়িয়েছিস ভুঁড়ি!
হাতের থাপ্পড়ে ভাঙিস টেবিল, মারিস তুড়ি
গুঁড়িয়ে দিবি সব,আছিস তোরা কুড়ি।