কও কি মিয়া, তুমি মুসলমান
হ ; নাম দেইখা বুঝোনা?
নামের আগে লাগাইছো মোহাম্মদ
কাম-কাইজ তো করো ইবলিশ শয়তানের।
সুদ-ঘুস কিছুই তো বাদ দেওনা
লাড়ী-বুড়ী সবার কাছ থেকেই তো খাও।
জুম্মার দিনে মসজিদে দাঁড়াইয়্যা তো বড়বড় কথা কও
একদিনও তো একটি সত্য কৈ-তে দেখিনি!
ফরজ ছেড়ে সুন্নতি দাড়ি রেখে নিজেকে তো খুব দাবী করো সুন্নী
ভাবছো কয়েক টাকা মসজিদে দান করে
আর মুখভর্তি দাড়ি রেখেই পার পেয়ে যাবে।
না,না; এ-তো সোজা না পার পাওয়া!
কেবল দাড়ি-ই যদি বেহেশতের টিকেট হয়
তাহলে আগে পাবে ইহুদী এবং শিখীরা।
বিদ্যাসাগর হয়েছো যে বিনে পয়সা জ্ঞান দিতে এসেছো
তুমি যা জানো, আমিও জানি কিন্তু মানি না।
যৌবনের গোমরা পুষিয়ে নেবো বার্ধক্যে করে ওমরা
দেখবে সেইদিন মুখ কালা করে তোমরা।
মসজিদ-মন্দির, গানবাজনা কিংবা যাত্রাপালা
সর্বত্র পড়ে আমাদের পদধূলি, যত্নে পড়ায় মালা!
আমাদের লাইগা দোয়া মাঙ্গে সবাই দু'হাত তুলি।
সফল হবেনা বিরোধিতা কইরা
ভালোই ভালোই বলছি,আমাদের পথ থাইকা দাঁড়াও সইরা।
কেউ গাইবে না তোমার সুনাম
পৃথ্বী এখন টাকার গোলাম
কিনে নেবো জোয়ান-বুইড়া সকলের মুখ
আমাদের গান গাইবে তারা আনন্দে ভাসিয়ে বুক।
হ মিয়া ভাই, কথা কৈ-ছো হাছা
সেইদিন ফেরেস্তার পদাঘাতে ফোলে যাবে তোমার পাছা।
নামের আগে আছে বলে মোহাম্মদ
প্রচার করছো সুন্নী, আখেরি নবীর উম্মত
ভাবছো সেইদিন সুপারিশ করবে প্রিয় নবী হযরত মোহাম্মদ।
সর এহান-তে, বেশি কথা কইলে মুখে মারাম ঘুষি
তর জ্বলে কিরে সবাই মিল্লা খাইলে লুচি?
এই পর্যন্ত যা করছি দান, ইতিহাসে থাকবো মহান
তোর চৌদ্দ গোষ্ঠীও করতে পারতোনা ম্লান।