ধরাধাম হতে বিদায় নিচ্ছে রোজা
আগমন ঘটছে ঈদের
নতুন পাজামা পাঞ্জাবি কেনায় ব্যস্ত
খুশিতে অনেকেই করছে নৃত্য।


চলে গিয়ে কবর বাসীর সুখ, নেমে আসবে দুখ
ভয়াবহ আজাবে, পুড়বে কবর বাসী নীরবে
সেই চিন্তায় মুখ হচ্ছে ফেকাসে
সওয়াব পাঠানো যাবে না কভু বিকাশে।


এসো দু'হাত তুলি, প্রার্থনা করি,
মাফি মাঙ্গি কবর বাসীর তরে
দয়াল নবীজির খাতিরে
আজাব যেন নাহি দেন কবর বাসীর উপরে।


ধরাধাম হতে বিদায় নিচ্ছে রোজা
মোরা কি হতে পেরেছি সোজা?
দূর করতে পেরেছি কি হৃদয়ের মরীচিকা?
বন্ধ করতে পেরেছি কি অশ্লীলতা আর অপকর্ম?


রোজার পরে ডুবুরির মতো ডুবে যাবো
অপরাধ আর অরাজকতার মহাসাগরে
এই চিন্তা চেতনা যদি থাকে অন্তরে
এক মাসের সিয়াম সাধনা, উপবাস কাজে নাহি আসিবে।