এই সমাজ আমি মানি না
মানি না অনিয়মের বেড়াজালে নিয়ম!
তুমি যদি আমাকে এক পলক দেখতে, আমার মুখোমুখি বসতে চাও
সমাজের এই অনিয়ম ভেঙে শঙ্খচিলের মতো উড়ে এসে তোমার মুখোমুখি বসবো।
রোগাক্রান্ত সমাজে কলঙ্কের ভয় আমি করিনা
তোয়াক্কা করিনা তাদের আইনের মুখোমুখি হবার
আমার ভালোবাসা দৃষ্টান্ত হোক, উপমা হোক সবার।
এ কোন সমাজকে আমি ভয় পাই?
এ কোন কলঙ্কের ভয়ে আমি ভীত-
চিতার আগুন জ্বলছে বুকে যেনো আমি মৃত!
আমি জেগে উঠেছি, ভয় ভেঙেছে আমার
সমাজের সব বেষ্টনী ভেঙে ফেলবো লোহা কিংবা তামার।
এই সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে -
আমি উষ্ণ চুম্বন দেবো তোমার গোলাপের পাপড়ির মতো ঠোঁটে
ভয় করিনা সমাজ কিংবা সমাজপতি -
নিয়ম ভাঙার অপরাধে তারা যদিও আমায় তুলে কোর্টে
আমার উষ্ণ চুম্বনে উঠবে গোলাপ ফুটে, তোমার ঠোঁটে।
আমি যতোবার আইন ভাঙতে গিয়েছি -
তোমার সাথে দেখা করার মনস্থ করেছি
ততোবারই আমি কলঙ্কের ভয়ে ফিরে ফিরে এসেছি।
আজ তোমার সাথে দেখা করবো বলে, আমার সমস্ত লাজ সাজ বানিয়ে অঙ্গে মেখেছি
ঘর ছেড়েছি সমস্ত অনিয়ম পদদলিত করে।
চৌদ্দটা বছর তোমার প্রতীক্ষা করেছি
তোমার বিরহে প্রতিদিন আমি পাথর হয়েছি, মরেছি
হৃদয় থেকে রক্ত ঝরানো তোমার লিখা কবিতার প্রেমে পড়েছি
হিম্মত জুগিয়েছি তোমার মুখোমুখি বসে "আজও ভালোবাসি" এ কথাটি বলার।