নাজমিন যদি জানতে পারে সবিতা
আমি তোমার প্রেমে হারিয়ে গিয়েছি
তোমাকে ভালোবেসে মাঝেমধ্যে লিখি
রংতুলি দিয়ে আল্পনা আঁকি
হৃদয়ের গহীনে তোমাকে লালন করে
কল্পনার বাসর সাজাই।


তুমি কি ভেবেছো কখনো সবিতা?
ললনা নাজমিন যে আমাকে উন্মাদের মতো ভালোবাসে
সে তোমার চেয়ে কম কিসে?
সবিতা দিনে তো তুমি খুবই ব্যস্থ থাকো
হাস্যোজ্জ্বল করে রাখো পুরো পৃথিবীকে
কোন এক গভীর রাতে পাশাপাশি বসে
দু'জনার কথোপকথন যদি নাজমিন দেখে ফেলে
সইতে পারবেনা কোমল হৃদয়ে।


সবিতা ভুলে যাও আমাকে
তোমার রং দিয়ে আমি রাঙা হতে চাইনা
আলোকিত করতে চাইনা জীবন
আর লিখবো না কোন কবিতা তোমাকে নিয়ে
ভুলে যাবো তোমায় চিরতরে।


তোমার আগুনে পুড়ে
নব রূপে জন্মিতে তোমাকে ভালোবেসেছিলাম
আমি আর চাইনা নব রূপে জন্মিতে
পুরনো রূপ নিয়েই বেঁচে থাকতে চাই নাজমিনের হৃদয়ে।