দুখ যে মোর নিত্যসঙ্গী, কি সুন্দর তার অঙ্গিভঙ্গি
তোমার বিরহও আজ হয়েছে অনেক ঢঙ্গী।
দুখের যাঁতাকলে পিষে মোর জীবন
সুখদুখ মিলিয়ে তৈরী এই ভূবণ।
সুখ যখন মরেছিল দিয়ে ফাঁস
দুঃখ গড়েছে তাঁর মজবুত আবাস।
দুঃখের মাঝে উঠেছি বেড়ে
সুখের চাদর ফেলে দিয়েছি ঝেড়ে।
প্রিয়ার বিরহ আর দেয়না বেদনা
সুখের তরে আর করিনা আরাধনা।
হৃদয় আঙ্গিনা ফুটে কামিনী
তোমাকে নিয়ে স্বপ্ন দ্যাখতে দ্যাখতে ভোর হয় মোর যামিনী।
তুমি চলে যাওয়ার পর
সুখের সাথে দিয়ে আড়ি,দুখের সাথে বাঁধলাম বাড়ি
তার সমস্ত গায়ে জড়ানো বেদনার নীল শাড়ী।
সুখের তালাসে হয়না হন্য
দুঃখ মোর জীবন করলো ধন্য
তোমার ভালোবাসা আজ বাজারের পণ্য
পোষ মানাতে শিখে নিয়েছি পাখি বন্য।
দুঃখ আমার জীবনসঙ্গিনী, ফেলে রাখি অনাদরে
আষ্টেপৃষ্ঠে থাকে আমায়, আমি নাকি তার লক্ষ্মী জামাই।