আসছে নির্বাচন
এলে আর কি হবে
আগের মতো তো আর খরচা পানি দেয় না
দোকানে বসে চা,পান,সিগারেট শেষে
এর বাড়ির বৌ থ্রি পিছ পড়েছে
ওর বাড়ির বৌ শাড়ির নীচে কি পড়েছে
এই সমস্ত সমালোচনা গুলোও
আর আগের মতো হয় না।


নির্বাচনের আগে
প্রার্থী রোদ,কাঁদা, বৃষ্টি উপেক্ষা করে
এ বাড়ি ও বাড়ি গিয়ে
ভোটারের হাতে পায়ে ধরে
করুণাময়ী চাহনিতে একটি ভোট মাঙ্গত।
এখন আর আগের মতো ভোট মাঙ্গতে হয় না
ভোটারকে লম্বা লাইনে দাড়িয়ে ভোট দিতে হয় না
দলের নেতাদের মন জয় করে
নির্বাচনের প্রতীকটা দলীয় প্রতীক হলেই হয়
ছোট নেতা, বড় নেতা, পাতি নেতা
সর্ব নেতা মিলে প্রার্থীর জয় ছিনিয়ে আনে।