সবুজ পাতা, তীব্র ঝাঁঝালো ঘ্রাণ
কেঁড়ে নিচ্ছে হাজারো মানুষের স্বপ্ন এবং প্রাণ।
সবুজে ঢাকা পৃথিবী, ছাড়ে অফুরন্ত অক্সিজেন
সব সবুজ যেমন সবুজ নই -
সব জলের অপর নাম জীবন নই
ঠিক তেমনি সব মানুষও মানুষ নই
কিছু সবুজ, কিছু জল এবং কিছু মানুষ জীবনের অবক্ষয়।
মানুষ যখন সেবন করে মাদক,একে অন্যের হ'য়ে যায় খাদক
ভুলে যায় মানবিক নীতি, ভেঙে ফেলে চিরাচরিত রীতি
বজায় থাকেনা আর সুন্দর সম্প্রীতি।
সখের বসে, আবেগের বসে সেবন করে মাদক
অন্তীম পাড়ে দিচ্ছে ঠেলে, সোনালি দিন কাটছে জেলে
নিজেকে কি ধরতে পারে মেলার মতো মেলে।
জ্ঞানীরা মদ বেঁচে কিনে দুধ, মূর্খরা দুধ বেঁচে মদ
মূর্খরা গদগদ করে পিকে ব'লে আবোল-তাবোল --
সবকিছুই ভুল, চোখে দ্যাখে সর্ষে ফুল --
কাজের নারীকে বৌ আবার বৌকে অন্যকিছু
তারপরও মানুষ ছুটছে মাদকের পিছু।