একটা সময়ে ভাবতাম
মানুষ কেনো সমাজকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পথ চলে
কেনো সমাজের আইন পদদলিত করে সে এগিয়ে যায়।
যারা সমাজকে ডিঙিয়ে চলতো
তাদের প্রতি আমার ভিতরে একটা ক্ষোভ সৃষ্টি হতো!
সময়ের বিবর্তনে আমি বুঝতে পেরেছি -
সমাজের আইন প্রণেতাদের নগ্ন নিতম্বে সজোরে লাত্থি মেরে
ওরা কেনো ওদের সৃষ্ট পথে হেঁটে এগিয়ে যেতো।
নষ্ট হওয়া জিনিস দুর্গন্ধ ছড়ায়
সমাজ আর সমাজের মানুষ তো সেই কবেই নষ্ট হয়ে গিয়েছে
জ্ঞানহীন মূর্খরা সমাজের আইন তৈরী করে
সেই আইনে শাসিত হয় জ্ঞানী এবং শিক্ষিতরা।
যে সমাজে জ্ঞানী হয় শ্রোতা আর মূর্খ হয় বক্তা
সেই সমাজ কি কখনো সুস্থ থাকতে পারে!
সমাজের আইন প্রয়োগ হয় কেবল দূর্বলদের উপর
দিনে এনে দিনে খাওয়া মানুষগুলোর উপর!
সবলেরা আইন ভাঙতে দেখেছি কিন্তু কাঠগড়ায় দাঁড় হতে দেখিনি।
নষ্ট সমাজ আজ পাপিষ্ঠ দ্বারা পরিচালিত
পুরো সমাজ পাপিষ্ঠের ক্ষমতায় পরিবেষ্টিত।