সুদ-ঘুসখোর একমাসের তরে হবেন শুদ্ধি
লোপ পাবে ছোট-বড় ব্যবসায়ীদের বুদ্ধি।
পইপই করে বাড়িয়ে নিবেন দ্রব্যের দাম
রামাদান এলেই বাড়ানোটা কালোবাজারিদের কাম।
গরীবের রিজিকে ছাঁই -- দ্যাখেনা কেউ
ইফতার সেহরিতে ওঁরা কি খায়।
হারাম উপার্জনে আষ্টেপৃষ্টে হয় ভূরিভোজ --
গরীবদের পানি পিকে কাটাতে হয় রোজ।
ফুটপাতে দুই-একদিন বিতরণ করে ইফতার
কুড়িজন মিলে তুলবে ফটো তার --
সোশ্যাল মিডিয়ায় ছেড়ে সাজবেন দাতা
মানুষ যেনো মনে করে তারা গরীবের ছাতা।
লোকের বাহবা কুড়াতে যদি করো দান --
রোজহাসরে মিলবে না আসান।
সকল ব্যবসায়ী করো শপথ --
গুদামঘরে মজুদ রাখবে না রসদ --
স্বল্প দামে বেচবে ছামান --
আখিরাতে যেনো নাহি হয় কামান।
অপরাধ, অপকর্ম ছেড়ে --
লাগামহীন জিন্দেগীর লাগাম টেনে --
আত্মশুদ্ধি করিও বসে স্রস্টার ধ্যানে --
মুক্তির ফরমান পাবে রাখিও জেনে।