খুব হাসতে ইচ্ছে করছে
হাসিতে যদি হাল্কা হয় ব্যথা ভরা হৃদয়-
খোলা আকাশের নীচে দক্ষিণা সমীরণে একটু হেঁসে নেই।


যেখানে অন্যায়ের বিরুদ্ধাচারণ করলে --
পিঠের চামড়া তুলে ঢাক-ঢোল বানাতে তেড়ে আসে
সেখানে শূন্য ঝুলি পদ-পদবীতে পূর্ণ করা হাস্যকর।


আমি মুক্ত জীবনানন্দ --
এ-তো ভারী বোঝা নিয়ে ঘুরতে উড়তে পারবো না
পদের মোহে জলাঞ্জলি দিতে পারবোনা নৈতিকতা।


আমি প্রত্যাখ্যান করছি তোমাদের এই রাজমুকুট
দিনে দিনে বাড়িয়ে তুলবে মোর অসুখ
ফিরিয়ে নাও হে প্রহরী, সম্মানের এ লহরী।


হাসতে হাসতে শুরু হলো কাশি
এই বুঝি লেগে যাচ্ছে মোর গলায় ফাঁসি
এই পদবী চাবুক মারছে মোর পিঠে রাশি-রাশি।


যেখান থেকে নিজেকে সাপের খোলাসের মতো ছাড়িয়ে নিয়েছি
সেখানে হাজারো মণি-মুক্তা থাকলেও আকৃষ্ট হবোনা
ফিরিয়ে নিবো না নিজের গতিপথ।


২৭/০৮/২০২২ সৌদি আরব