এই পৃথিবীতে নেই কেউ তার মতন
মনেহয়, যখন দেখি প্রিয়তমার চাঁদ বদন।
তার বুকে কোন একদিন ফিরে যাবার আশে
অতিকষ্টে দিন কাটে প্রবাসে।
বাচ্চাদের নিষ্পাপ মুখ, আরো বাড়িয়ে দেয় দুখ
বুকে জড়িয়ে তৃপ্ত করতে পারিনি অতৃপ্ত সুখ।
কেড়ে নিয়েছে প্রবাস জীবনের শ্রেষ্ঠ সম্পদ যৌবন
মরে পড়ে আছে মৌমাছি, খুঁজে না পেয়ে মৌবন।
যত্ন করতে পারিনা কা'বার চেয়েও দামী মা-বাবার
জীবনটা হয়ে গিয়েছে শুকনো রাবার।
কামার খেয়াল করেনি পুড়ছে তার গায়ের বস্ত্র
লোহা পিটিয়ে যখন বানায় সে ধারালো অস্ত্র।
পরিবারকে রাখতে সুখে যৌবন ক্ষয়ে যাচ্ছেন প্রবাসী
সময় মেলেনি করতে হারানো যৌবনের তালাসি।