প্রার্থনা করি আপনাদের তরে
সুখ,শান্তি, সমৃদ্ধিতে জীবন যেনো থাকে আমৃত্যু ভরে।
অন্যায়ের বিরুদ্ধে হতে বিদ্রোহী বীর
মিথ্যের কাছে কভু নত নাহি করতে এ শির
সত্যের পথে থাকতে সর্বদা অবিচল,দৃঢ়-স্থির
শিখিয়ে ছিলেন পাঠশালার পাঠে!
বলেছিলেন "সত্যের তরী ঠেকবে না কোন ঘাটে "।
নিরলসভাবে বিলিয়েছিলেন যে জ্ঞান
কিঞ্চিৎ কুড়িয়ে মরুর বুকে করছি আমি ধ্যান।
গভীর রাতে খোলে যখন স্মৃতির কপাট
অজান্তেই চলে আসে জল, ভিজে আঁখি
কতশত বাহানায় পাঠশালা দিয়েছিলাম ফাঁকি
খুঁজি,আছে কি এমন চাদর-যেথায় ব্যর্থ মুখ ঢাকি।
কখনো শাষণ,কখনো আদর,ভালোবাসার চাদর
মনে হতো আমি যেনো আপনাদেরই পুত্র
শিখিয়েছিলেন অ-আ,ক-খ, পিথাগোরাস কিংবা নিউটনের সূত্র।
শ্রেষ্ঠ গুরু - শিক্ষাগুরু, উদারতায় জীবন পুরো
কার্পন্যতা দেখিনি মনে, তিক্ততা আসেনি কোনোক্ষণে
বিলিয়েছেন ধন,জীবন পূর্ণ করতে অমূল্য ধনে
শিখিয়েছেন সত্য লিখতে কলমের খুনে।
এই মনপ্রাণ খোলে, দোয়া মাঙ্গি দু'হাত তুলে
দূর করে আঁধার-কালো, ঈশ্বর যেনো রাখেন ভালো।
অসুস্থতায় ভুগছেন যারা
খুব শীঘ্রই সুস্থতার নিয়ামত পায় যেনো তারা।
স্রস্টার নিয়ম মেনে যাঁরা দিয়েছেন পাড়ি
জান্নাতে যেনো হয় তাদের বসতবাড়ী।
বিনম্র শ্রদ্ধায় আমার উর্ধ্ব শির করছি নত
শিক্ষকতার মহান পেশায় জরিয়ে সারাবিশ্বে আছেন যতো।