দ্যাখুন দশম শ্রেণির ছাত্রের হাতে শিক্ষক খুন
এখন থেকে গাইতে হবে মন্দ ছাত্রের গুন।
শিক্ষাঙ্গনে রাজনীতি-শিখছে দুর্নীতি-হারিয়েছে সম্প্রীতি
দৈবশক্তি, অপশক্তিতে শক্তি যোগাচ্ছে পেশি।


অ,আ শিখতে গিয়ে শিখছে রাজনীতির মারপ্যাঁচ
মানুষের মতো মানুষ পাবে কোথা এই সোনার দেশ
নোংরা রাজনীতির বীজ শিক্ষাঙ্গনে করেছে বপন
জাতির মেরুদণ্ডে ধরেছে পঁচন, কে দিবে কাকে বচন।


শিক্ষকে শিক্ষকে চলছে ক্ষমতার দ্বন্দ্ব
ছাত্ররা পাচ্ছে আলোচনা সমালোচনার প্রবন্ধ
নিজেকেও জড়িয়ে নেন নোংরা রাজনীতিতে
কাদা ছুঁড়েন, সত্য পুড়েন, মিথ্যা বুলি ব'লেন।


রাজনীতির রাজার মতো শিক্ষক হারিয়েছে নীতি
ফেরি করেনা আর ছাত্র-শিক্ষকের সম্প্রীতি
হাতে গুনা আছে কিছু মাটির মতো --
সত্য বলতে গিয়ে লাঞ্ছিত হয় এঁরা, হয় অপদস্ত।


দ্যাখুন দ্যাখুন সরকারের খেলা ---
প্রাথমিক বিদ্যালয়েও বসিয়েছে রাজনীতির মেলা
এ নীতি বন্ধ হোক, এ নীতি বিলুপ্ত হোক
শিক্ষাঙ্গন রাজনীতি মুক্ত হোক, হোক মানবতা যুক্ত।


ছাত্রের হাতে শিক্ষক খুন - ভবিষ্যত অন্ধকার
দাবা খেলার মতো চালছে রাজনীতির গুটি --
হাওয়ায় উড়ে যাবে সব মটরশুঁটি --
রাগব বোয়াল গিলে নিবে আছে যতো পুঁটি।


শিক্ষকের রক্তে রাঙা ছাত্রের হাত --
শাসাতে এলে মারতে আসে শিক্ষাগুরুর জাত।


২৮/০৬/২০২২ সৌদি আরব