জনম দিয়া ভবে_ছেড়ে যাওনি অবসরে
রোদবৃষ্টিতে ভিজে_কাজ করে গিয়েছো মর্তে
মোরে প্রতিষ্ঠা করার তরে_বিসর্জন দিয়েছো নিজের সুখস্বপ্নকে।


লাঠিতে ভর দিয়ে পথ চলে_আজ-ও কাজ করে যাও মোর স্বপ্নপূরণে
জায়নামাজে কপাল ঠুকে_আঁখি জল ছেড়ে ছেড়ে
প্রার্থনা করে যাও তুমি_আমার মঙ্গল কামনাতে।


আমার স্বপ্ন বাস্তবে রূপ দিতে গিয়ে
কখনো সময় মেলেনি_পিছে ফিরে তাকাবার
তোমার কতো স্বপ্ন জ্বলে পুড়ে হয়েছে ছারখার।


তুমি না থাকলে মাথার উপর_শকুনিরা দিতো ছুবল
তোমার ভয়ে রাতের আঁধারে ঘেঁষতে পারেনি খেঁকশিয়াল
তীক্ষ্ণ দাঁতে কাটতে পারেনি বেড়া।


তুমি জীবনের দীর্ঘ পথ হেঁটে পাড়ি দিতে গিয়ে
পা দুটি ফোলে হয়েছে মোটা_ধরেছে ডায়াবেটিস
আমি অধম সময় নাহি পেলাম_ দিতে তোমায় সময়।


তুমি চৈত্রের আকাশের এক টুকরো মেঘ
বাদলের দিনের ছাতা_তোমার কদম ছুয়ে বের না হলে
শুভ হয়না মোর যাত্রা।


তোমাকে অনাহার_অনিদ্রায় রেখে
দুঃখে_কষ্টে নিপাতিত করে
কাবা কিংবা বৃন্দাবন গিয়ে খোঁজতে চাইনা ভগবানকে।


এই জগতে তুমি মোর বটবৃক্ষ_পরপারে ভেলা
তোমার সেবায় নিজেকে সঁপে_তোমায় চড়ে পাড়ি দিবো
রোজকিয়ামত_হাশরে অগ্নি তরঙ্গায়িত সাগর।


তোমার প্রার্থনা যদি থাকে সাথে
কোন পরাভূত শক্তি পারবে না এ শির নত করাতে
স্রস্টার পর তুমি_তোমার প্রার্থনায় অগ্নি হবে পানি।


তুমি তো আমার সেই বাবা
মাথায় রাখনি উকুনে রক্ত পান করবে
মৃত্তিকায় রাখনি পিপড়া কামড় দেবে বলে
রেখেছো মোরে বুকের ছাতিমের উপরে।