সত্য বলিওনা ভাই
সত্যের আজ নাই ঠাঁই
চোখ মেললেই দেখবে
কেমন করে বলছে মিথ্যে।


মিথ্যে বলতে কাপে না বুক
মিথ্যে খুঁজে পায় সুখ
সত্যবাদী মরে ধুঁকে
সত্যের শিখা ধরে বুকে।


এই জামানা সেই জামানা
যেন এক কসাই খানা
মিথ্যে বললে হবে জয়
সত্য বলতে লাগে ভয়।


সত্য বললে হয়না রুজি
মিথ্যায় শেয়ারবাজারের মতো বাড়ে পুঁজি
সত্যবাদী মরে ভাতে
মিথ্যেবাদী পরিণত হয় কমজাত থেকে জাতে।


নওজোয়ান শক্তি বাড়াতে খায় ভিয়ার
মিথ্যায় মেলে তাদের চেয়ার
মিথ্যে নালিশের সালিস
কেড়ে নেয় সত্যবাদীদের বালিশ।


মিথ্যে হলো তাদের সৈনিক
সভা জিততে মিথ্যে বলতে হয় দৈনিক
মিথ্যার রাজত্ব দুনিয়া জুড়ে
সত্যবাদীদের ঠাঁই কুঁড়েঘরে।


টাকা নেয় ব্যাংকে
থাকতে হবে আতংকে
ব্যাংক ভর্তি টাকা ওয়ালারা
তুলে নিতে চায় সত্যবাদীদের চামড়া।


টাকায় বিক্রি হয় মাথা
নীতি বাক্যে লিখা কেবল বইয়ের পাতা
উল্টো মাথায় ধরে ছাতা
বিচার জিতে খরচা করে টাকা।


সত্যে মেলেনা আর মুক্তি
পন্ডু হয় মিথ্যের কাছে সকল যুক্তি
সত্যের বুকে মেরে লাথ
পার হতে পারবে কি পুলসিরাত?


সত্যের পুজোয় যদি ছাড়তে হয় গাও
বিশাল ধরিয়ায় ভাসিয়ে দেবো নাও
সত্যের সন্ধানে ভাসবে তরী
এসো সত্যের আলোয় আলোকিত জীবন গড়ি।


ঘটিয়ে সত্যের নাশ
মিথ্যের উপর করে বাস
একদিন যদি হও লাশ
ভেবেছ কোথায় হবে বাস?


জান্নাতে বসে সত্যবাদীরা হাসবে
সৃষ্টিকর্তার ভালোবাসায় হবে সিক্ত
জাহান্নামের বিষাক্ত পোকামাকড় খাবে
মিথ্যেবাদীদের দাম্ভিকতার দেহ।


সময় থাকতে ধরো হাল
ছিঁড়ে ফেল পুরনো পাল
হাটতে শিখ সত্যের পথে
বাঁচতে শিখ সত্য ধরে বুকে।