মেঘলা আকাশ, ঝিরঝির বাতাস
হয়তো আসবে হঠাৎ বৃষ্টি
ধূসর হৃদয়ে নেই কোন আগ্রহ
এমন পরিবেশে করতে কিছু সৃষ্টি।
দূর গগনে যায় মোর তীক্ষ্ণ দৃষ্টি
শঙ্খচিল মেঘে ভাসছে, খেলছে লুকোচুরি
এক পশলা বৃষ্টি এলে ধুয়ে মুছে নিবে
সারাদিনের রৌদ্রে পোড়া পালকের গন্ধ খানি।
তুমি চলে যাবার পর
আর কখনো ভিজিনি রিনিঝিনি বৃষ্টিতে
দক্ষিণা বাতায়ন খোলে
শুধু চেয়ে দেখেছি অপলক দৃষ্টিতে।
দাঁড়কাক দাপাদাপি শেষে স্নান করে বৃষ্টির জলে
মুরগির ছানাগুলো লুকায় মায়ের ডানার নীচে
আমারও সাধ জাগে তোমাকে সাথে নিয়ে
বারিশে দাপাদাপি করে স্নান করতে বৃষ্টির জলে।
তুমি পাশে নেই বলে সমুদ্র স্নানে কখনো যাইনি
হাঁটি নি শিশিরের বুকের উপর পা রেখে
গোধূলির আলোমাখা আকাশ দেখিনি, পাখির কলতান শুনিনি
বিরহ প্রলয়ঙ্কারী ঝংকার তুলে বুকের ছাতিমের গহীনে।