প্রবাসীরা রেমিট্যান্স যোদ্ধা
সচল রাখে অর্থনৈতিক চাকা
হাজারো মানুষ তাকায় চোখ করে বাঁকা।
প্রবাসীরা যদি হয় দেশের সম্পদ
প্রবাসীর স্ত্রী নিয়ে ক্যানো পালিয়ে যায় পড়শী লম্পট ;
সাথে করে নিয়ে যায় তাদের কষ্টার্জিত অর্থ--
মধ্য পথে খুঁড়ে রাখে প্রশান্ত মহাসাগর সম গর্ত।
প্রবাসীরা যদি হয় অর্থনীতির মেরুদণ্ড
সমাজপতিরা ক্যানো দেয় অনৈতিক দন্ড
মৃত্যুর পর লাশ নিতে অনীহা দেখায় স্বজন
প্রবাসীর ঘাম ঝরানো পয়সায় স্বজনরা করেছিলো ভোজন।
যমদূত থাকে নাকের ডগায়
প্রবাসীরা দৌড়ায় কাজের তাগাদায়
মাথায় খায় কেবল ঘুরপাক
নরপশু যদি দেয় বউ-বাচ্চার ইজ্জতে হাত।
বিমানবন্দরে টানাহেঁচড়া --
কোত্থাও খোঁজে পাওয়া যায়না টলি --
রাষ্ট্র নেতাদের মুখে কেবলই বড়ো-বড়ো বুলি
নিজেদের মালামাল নিজেরাই কাঁধে তুলি।
জন্ম দিয়ে বঙ্গে, দিলে না কর্ম সঙ্গে --
কর্মের খোঁজে ছুটে গিয়েছে পূর্ব থেকে পশ্চিম।
আজো পায়ের ছাপ ভেসে উঠে চোরাবালিতে
দেহ থেকে বেরোয় চামড়া পোড়া গন্ধ --
পরিবার-পরিজন দেয় কেবল গাল-মন্দ।
পিপীলিকার মতো জমিয়েছিলো যা পয়সাকড়ি
সব সদস্য মিলে খরচ করে নেই তড়িঘড়ি
শূন্য হাতে ঘরে ফিরে কেবল কান্দে --
ছলচাতুরীতে ফেলেছে প্রবাসীকে ফান্দে।
শয্যাসঙ্গিনী অর্ধাঙ্গিনী করে বিশ্বাসঘাতক
বুকে মারে ঢিল তুলে পাথর --
প্রবাসে প্রবাসীর গায়ের জামা ভিজে ঘামে
পড়ে অর্ধাঙ্গিনী পরপুরুষের পামে।