মানুষ গড়ার কারিগর আজ রক্তাক্ত,লাঞ্ছিত, অপদস্ত পুলিশের হাতে
তাদের কি শিখিয়েছিলেন পাঠে?
স্থাপন করতে পারেননি মনুষ্যত্বের ভিত!
বিশ্বজুড়ে হচ্ছে মনুষ্যত্বহীনদের জিত।
পিতৃ স্নেহে যাদের করেছিলেন আদর -
তারা গায়ে জরিয়ে দিয়েছে রক্তের চাদর।
স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে মাথা গুনে-গুনে দিয়েছেন সনদ
মানুষ গড়তে পারেননি, গড়েছিলেন শুধু বলদ।
ব্যর্থতার গ্লানি কাঁধে, দীর্ঘশ্বাস বুকে
তৈরী করতে পারেননি মানুষের মতো মানুষ
সন্তান সমতুল্য সন্তান উড়িয়ে রঙিন ফানুশ
পিটিয়ে রক্তাক্ত করেছে আপনাদের দেহ।
এ ব্যর্থতা, এ দায় আপনাদের
মানুষ গড়ার কারিগর হয়েও ক্যানো গড়তে পারেননি মানুষ
হৃদয়ে ক্যানো গুঁজে দিতে পারেননি মনুষ্যত্ববোধ আর মানবতা
ক্যানো বুঝিয়ে দিতে পারেননি সত্য মিথ্যার ফারাক!
সার্টিফিকেট দিয়ে দিয়ে কেবল শিক্ষিত বাড়িয়েছেন
মানুষ বাড়াতে পারেননি ভবে --
লোনা জলে পাঞ্জাবি ভিজিয়ে ভাবছেন
এই অমানুষ গুলো কবে মানুষ হবে।
বেসরকারি মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে
আপনারা যখন নেমেছিলেন মাঠে --
সরকার ভেবেছিল এ আন্দোলন আঘাত আনতে পারে সরকারের ঘাটে
ক্ষমতার ভিত্তি রাখতে মজবুত --
পুলিশ দিয়ে করে দেয় নাস্তানাবুদ।
আপনাদেরই ছাত্র ওরা, যারা উঠিয়েছিলো লাঠি
শিক্ষিত হয়েও মূর্খ ওরা, বুঝে-না সত্য মিথ্যার মাপকাঠি।