চারিদিকে বসন্তের বাহারি ফুল
দক্ষিণা বাতাসে ভেসে আসে আম্রমঞ্জরির ঘ্রাণ
কোকিলের বিরহী গানে
হারিয়ে যাই স্মৃতিময় অতীতে।


এই রকম এক বসন্তের রাতে যখন তুমি
তোমার হরিণির মতো চোখ
বনলতা সেনের মতো ঘন,কালো আর লম্বা চুল
গোলাপের পাপড়ির মতো ঠুট নিয়ে
আমার মুখোমুখি শুয়েছিলে
তোমার নিঃশ্বাসের গরম হাওয়া
আমাকে এতোটাই মাতাল করে দিতো
নিমিষেই হারিয়ে যেতাম তোমার মাঝে।


এই বসন্তে তুমি আজ একেলা একা
কাটে না রাত তোমার বিরহের জ্বালা
নিঃশ্বাসের শব্দ শুনতে পাই
সৌদি আরবের আল জুবাইল থেকে
এ যে ভিষণ যন্ত্রণা, এ যে জ্যান্ত চিতায় দহন
এ যে বিরহী নারীর আর্তনাদ, এ যে আত্ম চিৎকার।


তুমি বারবার ভুলতে গিয়েও ভুলতে পারনি
এই বসন্তের ঝিরঝিরে বাতাস
বাহারী ফুলের মাদকাসক্ত ঘ্রাণ নিয়ে যখন
দক্ষিণা বাতায়ন দিয়ে ঘরে প্রবেশ করে
তুমি জ্বলতে থাকো বিরহের জ্বালাতে।


আল জুবাইল
সৌদি আরব