চারদিকে হানাহানি, কানাকানি, মারামারি, মহামারী
মহামারী আমাদের হৃদয়ে
জীবনে কি পেলাম আর কি হারালাম
এই হিসাব কষতে কষতে
খেয়াল করিনি কখন ফুরিয়ে যায় বেলা
বেলা শেষে থেকে যায় শূন্য হিসাবের খাতা।


কখনো পিছনে ফিরে তাকাইনি
সময় হয়ে ওঠেনি তাকানোর
কত মানুষ এসেছিলো এই বিশ্বজগতে
এসেছিল কতো অমানুষও।


তারা আজ কেউ নেই, কালের বিবর্তনে
স্রস্টার নিয়মে, মিশে গিয়েছে মৃত্তিকার সাথে
আমরাও থাকবো না
চলে যাবো এই নশ্বর পৃথিবী ছেড়ে
কোন এক অবিনশ্বর জগতে।
সব মারামারি, হানাহানি ভুলে
এসো আমরা বাঁচি ভাইভাই হয়ে।


ভাইয়ের ব্যাথায় যদি ব্যাথিত না হয় হৃদয়
যে বলে মানুষ তোমারে, সে-ও যে ভাই অমানুষ রে!
তুমি খাবে কোরমা, পোলাও
তোমার ভাই পান্তা ভাতে লবন
দিতে হবে কৈফিয়ত, শেষ বিচারের দিন
খাটবে না কোন বাহাদুরি, চলবে না কোন অজুহাত
ন্যায় দন্ড হাতে, স্রস্টা বসিবেন বিচারকের আসনে।


চলবে না ঘুষের লেনাদেনা, চলবে না কোন উপঢৌকন
ঈমানদারেরা জান্নাতে যাবে, বেঈমানেরা জাহান্নামে।