উচ্চ ভূমি কেটে করো না'ক জমি
কম্পিত হবে ধরা, ছুটবে মানুষ হয়ে পাগলপারা
নীড় হারাবে পশুপাখি, ভয় দেখবে দু'আখিঁ
কেন দিচ্ছো ফাঁকি, অনেক কিছু যে আজও বাকি।
ভুবনেশ্বর সৃষ্টির পর কম্পিত হয়েছিল ভূমি
সুউচ্চ পাহাড় ভূমি করেছিল আহার
রোধ হ'য়েছিল কম্পন, স্বস্তি পেয়েছিল ধরা
আজ মোদের মস্তিষ্কে বোধের কেন এতো খরা।
দিবানিশি ঘুরে, মধ্যপথে গর্ত খুঁড় ভাংতে পথিকের পা
নিজের গর্তে নিজে পরে পায়ে করো ঘাঁ
কবে আসবে সচেতনতা, জাগবে কবে বোধ
এমন মানব আসবে কি ভবে করতে ভূমি কাটা রোধ।
বাড়ছে হাত, বাড়ছে মুখ, বাড়ছে না আহার
পাহাড় কেটে জমি ভরে গড়ছে যে আবাস
হঠাৎ কেঁপে উঠবে ভূমি, কোথায় পালাবে তুমি
কার আছে হিম্মত, রুখবে কম্পিত ভূমি।
আইনকে দেখিয়ে বৃদ্ধাঙ্গুলি নির্বিচারে কাটছে
পাহাড় ধ্বসে একের পর এক মরছে
আইনের পূজারী আইন দেখিয়ে রুখতে এলে
দুই চার পয়সা গুঁজে দিলে চলে যায় নীরবে।
তোরা মানব নয় রাক্ষস জগৎ সংসারে
ভূমিদস্যু নাম লিখিয়েছ স্মৃতিতে
পৃথ্বীর অভিশাপ তোদের উপর
বিলীন হ'য়ে যা, ধ্বংস হ'য়ে যা পৃথ্বী থেকে।


১৩ই ডিসেম্বর ২০২১
বড়মুড়া, কসবা, ব্রাহ্মণবাড়িয়া।