এ হাত নারীর গালের মতো তুলতুলে নয়
নয়কো তুলোর মতো নরম
এ হাত মুনি মজুরের হাত
সিঙ্গাপুরে ভেঙেছে ইট পাথর
চালিয়েছে বেলচা, খুন্তি, কোঁদাল, শাবল
জরাজীর্ণ পুরাতন ইমারত গুড়িয়ে
তৈরী করেছে সুউচ্চ বিল্ডিং।
এ হাত পুতুল খেলার হাত নয়
এ হাত শ্রমিকের হাত,
রড সিমেন্ট নিয়ে খেলা করার হাত
হাতুড়ি পিটিয়ে সোজাকে বাঁকা
বাঁকাকে করেছে সোজা।
শক্ত হাতে ধরেছি কলম
ফেলতে পারবেনা তোমাদের তীর, বল্লম
কানের নীচে কষিয়ে মারব থাপ্পড়
হজম করতে পারলে দিবো টক্কর।
ধরে মজুরের বেশ ঘুরেছি বহু দেশ
দেখেছি পয়সার চাপায় সত্যের নাশ
অসত্যের উচ্চাভিলাস আর জয়জয়।
এ হাতের ভাঁজে ভাঁজে কিণাঙ্ক
বজ্রের মতো শক্ত, লাভার মতো উত্তপ্ত
সত্য হবে আজ চির জাগ্রত, উন্মুক্ত, উন্মোচিত।