উৎপল কুমার শিব পেশায় একজন শিক্ষক
দ্যাখিয়ে দিলেন কর্মে, রবে মর্মে, মানবতা ধর্মে।
একদিন কোন এক কাজে গিয়েছিলেন উপজেলা শহর
ব্যস্ততা শেষে গুনছিলেন নীড়ে ফেরার প্রহর।
মানুষের মাথা মানুষ খায়, কে আসে কে যায়
ব্যস্ততম জনপদ, ভরপুর অলিগলি-সরুপথ।
রাস্তা পারাপারে মিলে এক থলে --
কি আছে ভেতরে দ্যাখেন তিনি খোলে।
লাখ টাকার বান্ডিল দ্যাখে চোখ তাঁর কপালে
এতো টাকা ফেলে গেলো কোন গোপালে।
শুরু হলো বুকে ধুকপুকানি
না ফিরিয়ে দিলে শেষ বিচারে হবে কঠিন শুনানি।
হারিয়ে টাকা মরছে হয়তো শোকে
উৎপল কুমার শিব টাকার থলে জড়িয়ে বুকে
সহযোগিতা পেতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ঝোঁকে।
মাইকিং করে দিলে জানিয়ে --
প্রকৃত মালিক আসেন হাঁপিয়ে --
দৃষ্টান্ত স্থাপন করেন দিয়ে পয়সা ফিরিয়ে --
সততার বীজ বুনেছেন হৃদয় নিড়িয়ে।
পৃথিবী থেকে আজও যায়নি হারিয়ে সততা
ওঁদের আদর্শে পৃথিবী খোঁজে পায় সজীবতা।
সত্যবাদীদের হৃদয়ে জাগেনি কখনো দম্ভ
পৃথিবী টিকিয়ে রাখার ওঁরা মজবুত স্তম্ভ।
উৎপল কুমার শিব,সততার প্রদীপ!