দশম শ্রেণির গন্ডি পার হওয়া ছাত্রটিও আজ ফেইসবুকে স্ট্যাটাস দিচ্ছে
রুমিন ফারহানা নাকি ব্রাহ্মণবাড়িয়া শব্দটি লিখতে পারে না।
একজন ব্যারিস্টার যদি ব্রাহ্মণবাড়িয়া শব্দটি লিখতে না পারে
তাহলে ব্যর্থতা এদেশের শিক্ষা ব্যবস্থার
ব্যর্থতা এদেশের শিক্ষকদের।
আমরা বাঙালি --
মাছে ভাতে বাঙালি
নিজের জ্ঞানের পরিধি যাচাই নাহি করি
অন্যকে নিয়ে সমালোচনার বৃষ্টি ঝরাই, ঝড় তুলি।
রাজনীতির নোংরা খেলার খেলোয়াড় হ'য়ে গোল দিতে চাই
ল্যাংড়ি মেরে ফাটিয়ে দিতে চাই পায়ের নালি
সব খেলোয়াড় উঠে মাঠ হলে খালি
খালি মাঠে গোল দিয়ে মারি তালি।
বাঙালি!
চোখের সামনে ভেসে উঠলেই হলো
চিন্তাশক্তি প্রয়োগ করে ঘেঁটেঘুঁটে দ্যাখার প্রয়োজনবোধ করেনা
ঘুমপাড়ানি গান গেয়ে ঘুম পাড়িয়ে রাখে বিবেক
সুপ্ত বিবেক উত্তপ্ত হয়না
ক্ষমতার লোভে ওম দেয়া মুরগির মতো ঝিমিয়ে থাকে।