আমার লিখা ছোট্ট একটি গ্রামের অন্যায়, অবিচারের বিরুদ্ধে নয়
আমার লিখা সমস্ত পৃথিবীর অন্যায়, অবিচারের বিরুদ্ধে
আমার লিখা ছোট্ট একটি গ্রামের সুদখোর, ঘুষখোর, নেশাখোরদের বিরুদ্ধে নয়
আমার লিখা সমস্ত পৃথিবীর সুদখোর, ঘুষখোর, নেশাখোরদের বিরুদ্ধে।


আমার লিখা ছোট্ট একটি গ্রামের নিপীড়িত, নির্যাতিত মানুষের পক্ষে নয়
আমার লিখা সমস্ত পৃথিবীর নির্যাতিত, নিপীড়িত মানুষদের পক্ষে।
আমার লিখা ছোট্ট একটি গ্রামের অশিক্ষিত মাতবরদের বিরুদ্ধে নয়
আমার লিখা সমস্ত পৃথিবীর অশিক্ষিত মাতবরদের বিরুদ্ধে।


আমার এ প্রতিবাদ, আমার এ হুংকার ছোট্ট একটি গ্রামের কয়েকজন অপরাধীর অপরাধের বিরুদ্ধে নয়
আমার এ প্রতিবাদ, আমার এ হুংকার পৃথিবীর সমস্ত অপরাধীদের অপরাধের বিরুদ্ধে।
এই প্রতিবাদী মুখ বন্ধ করে দিয়ে সত্যের মশাল কেঁড়ে নিলে
সত্য বিলীন হয়ে যাবে না'ক পৃথিবীর বুক থেকে।