পয়সাওয়ালা দানব
কর্ম খারাপ করলেও বাহবা দেয় মানব
পয়সার জোরে দিনকে রাত, রাতকে দিন
এ যেনো তাদের বা-হাতের খেল।


পয়সা ধুলো মেঘের মতো উড়ে যাবে হাওয়ায়
আধার নেমে আসবে জীবনে, কাঁদবে তুমি গোপনে
চোখের লোনাজলে সৃষ্টি হবে মহাসাগর
মিলবে না খেয়াঘাটে তরী, কি করে দিবে পাড়ি?


হালাল হারামের ধার না ধরে
কামিয়েছো পয়সা আপন মনে
যমের দুয়ারে পড়লে আটকা
ফেটে যাবে জীবন পটকা।


তেলে ঢেলে তেল
আর কতোকাল খেলবে খেল
তেল বাড়িয়েছে মান
সেই আনন্দে গাও এখন তেলের জয়গান।