এই গ্রামটা মায়ের মতোই মমতাময়ী ছিলো
সন্ধ্যা রাতে হুক্কা হুয়া ডেকে উঠতো শিয়াল।
এক সময় এমনটা ছিলোনা
মারামারি, হানাহানি, কানাকানি
ছিলোনা সাফল্যের প্রতিযোগিতায় পেছন থেকে আঁকড়ে ধরা
চারিদিকে না পাওয়ার এতো বেদনা ছিলোনা
পরতে পরতে সুখ আর শান্তি ছিলো।
যাদেরকে কেউ ঠাঁই দেয়নি
মুগুর মেরে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিল
আমরা তাদের জামাই আদরে গ্রহণ করেছিলাম
আজ তার ভুক্তভোগী মোরা --
সজোরে মোদের নিতম্বে পদাঘাত করছে।
উপকারের প্রতিদান এমনটাই হওয়া উচিত
প্রতিটি কদমে বুঝিয়ে দিচ্ছে মোদের --
সব জায়গাতেই এখন তাদের পদচারণা
নেই জ্ঞান এবং এলেম, আছে কেবল দাম্ভিকতা।
উঠোন ভরা ধান ছিলো, গোয়াল ভরা গরু
আঁকা-বাকা রাস্তাটা তখন ছিলো একদম সরু।
স্কুলটা ছিলো বাঁশের বেড়া,মসজিদটা ছিলো মাটি
সবার হৃদয়ে প্রেম ছিলো সোনার মতো খাঁটি --
এখন কেবল হিংসা আর হিংস্রতার ঘাঁটি
সব দাম্ভিকতা একদিন মাটি হবে মাটি।