ডাকছো তুমি ভিন্ন সুরে
তোমার বুকে আসতে ফিরে কোন এক ভোরে।
খোলে দ্যাখো স্মৃতির পাতা, ঠেলেছিলে দূরে
এতোটা কাল বেদনা মোরে খেয়েছে কুঁড়ে।


শুকায়নি এখনো হৃদয়ের ক্ষত --
ছটফট করেছিলাম আহত পাখির মতো।
নিশী জেগে-জেগে চোখের পাতা হয়েছে কালো
সমকাল,ইহকাল,পরকাল সব কালে থেকো ভালো।


চাইনি তোমার কাছে জোছনা ভরা রাত
চেয়েছিলাম একটি সুন্দর,আলোকোজ্জ্বল প্রভাত।
কখনো ভাবিনি,কষ্ট দিয়ে জীবনটা করে দেবে নষ্ট
সুন্দর পৃথিবীতে হবো কখনো আড়ষ্ট।


কখনো গোলাপ চাইনি যদি বিঁধে তোমার হাতে কাঁটা
সেই আঘাতে আমার চোখে নেমে আসবে জোয়ারভাটা।