কলমের জোর নেই, মুখের জোর প্রবল
হারাম খাবার খেয়ে দেহ করেছে সবল।
উঠা বসা নেতার সাথে, দমিয়ে রাখে সব
এমন কথা বলে সে বেরিয়ে আসে রক্তমাখা কফ।
তার কথাতে চলে মাতব্বর, তার কথাই আইন
তেলবাজ সমাজ হাততালিতে বলে ফাইন-ফাইন।
সমাজের অলিগলিতে এমন মন্ত্র পড়ে দিয়েছে সে ফু
পুরো সমাজ এগিয়ে এসে পরিষ্কার করে তার হাগু।
জ্ঞানহীন মূর্খ আজ সমাজের মহামান্য-মানি
শিক্ষিত আর জ্ঞানীর কথা পদ্মপাতার পানি।
জ্ঞানীর চামড়ায় ঢোল বানাবে দেয় এমন হুংকার
মাথাল ব্যক্তিরা বলে এ গর্দভ নাকি সমাজের অহংকার।
ঘুরেছি আমি গাঁও থেকে শহর, লোকালয় থেকে লোকারণ্য
দেখেছি ঘুরে ঘুরে অভয়ারণ্য -
জ্ঞানীর কদর করেছে যাঁরা, মানি হয়েছে তারা।
ছোট থেকে বড়ো, জওয়ান থেকে বৃদ্ধ
জ্ঞানহীন মূর্খের গুণকীর্তনে এখন প্রসিদ্ধ।
হৃদয়ে ঝরে ঝরা পাতার মতো রক্ত
যখন দ্যাখি সমাজপতিরা মূর্খের ভক্ত।
পয়সার দাপটে পায় শিক্ষানুরাগী পদ
রাতের আঁধারে বিলায় অনুসারীদের মদ।
প্রজন্মের তরে সুন্দর সমাজ গড়তে
প্রস্তুত সত্যবাদীরা তাদের বিরুদ্ধে লড়তে।