জন্ম লইয়েছি পথে
তুলতে চায়না কেউ রথে
বড়ো হচ্ছি অলিতে-গলিতে
বুক কাঁপে না মোর সত্য বলিতে।


আহার পাইনা খেতে তিনবেলা
কতো খাবার নষ্ট করে এমপি মন্ত্রীর চেলা
কখনো দিন কাটে খেয়ে একটি বনরুটি আর কেলা
এই দেশ জুড়ে দ্যাখি কেবল পাগলের মেলা।


রাস্তার পুলা রাস্তায় থাকি,দেইনা কাউকে ফাঁকি
গোল্লায় যায় সব প্রতিশ্রুতি থাকে যদি বাকি।
মিথ্যে বলতে দ্যাখেছি আদালতে ধর্মগ্রন্থ ছুঁয়ে
মিথ্যেবাদীর কাছে সত্যবাদীর মাথা যেতে নুয়ে।