(আমার হৃদয়ের টুকরো মেয়েকে নিয়ে লিখা)


সোনা মা আমার, কলিজা ছেঁড়া ধন
তুমি হাসলে আমার পৃথিবী আলোকিত হয়
তুমি কাঁদলে হয় অন্ধকারাচ্ছন্ন।
তুমি নিশ্বাস আমার, তুমি আমার অক্সিজেন
বুকের বামপাশে ঘড়ির কাঁটার মতো
টিকটিক করে চলা হৃৎপিণ্ডটাও তুমি।


তুমি আমার সাত রাজার ধন, সকাল বেলার পাখি
তুমি ছাড়া এই পৃথিবী যেন এক মরুভূমি।
তুমি আমার হাসনাহেনা, জুই, কামেনি, বেলী
চোখ বুজিলেই তোমার সাথে পুতুল খেলা খেলি।
তুমি স্রস্টার শ্রেষ্ঠ নেয়ামত, আঁধারের আলো
আমার জীবনের চেয়ে বেশি তোমায় বাসি ভালো।


তোমার হাসিমাখা মুখ দেখে, পাওয়া না পাওয়ার কথা শুনে
প্রবাস জীবনের দুঃখ ভুলে যাই নিজের অগোচরে।
মা'কে হারিয়ে তোমাকে পেয়েছি
বেঁচে থাকার স্বপ্ন গুলো তোমার মাঝে খুঁজে নিয়েছি।
বটবৃক্ষের মতো ছায়া হয়ে, ডাল হয়ে রইবো পাশে
প্রার্থনা করি স্রস্টা যেন সুস্থ রাখেন তোমাকে।


আল জুবাইল - সৌদি আরব