কোথায় গিয়ে ঠেকেছে রাজনীতি
মানুষে মানুষে একদম নেই সম্প্রীতি!
কি হবার কথা ছিলো আর কি হলো মূলনীতি
শেকড়ের মতো আঁকড়ে ধরেছে দুর্নীতি।
পদ আর ক্ষমতার বদলে কিনে নিয়েছে কণ্ঠ
মুসলিম মারা গেলে ইন্না-লিল্লাহ পড়লে দেয় দন্ড।
ইন্না-লিল্লাহ পড়েনি ক্ষমতাসীন দলের কেউ
উত্তাল সমুদ্রের মতো যদি বহে ক্ষমতা হারানোর ঢেউ।
ঘুরে ফিরে আসে শীত,যায়না তো এক মাঘে
সবাই একদিন মরবে,পরে কিংবা আগে।
যে মানুষটি শুনিয়েছিল কোরানের তাফসির
তেরো বছর হাজত খাটিয়েও নত করাতে পারেনি তার শির।
দলে দলে থাকতেই পারে বিরোধ,ক্ষমতার দ্বন্দ্ব
মৃত্যুর পরও কেনো চলে গীবত আর মন্দ।
কণ্ঠে যতোই শুনি বাণী অসাম্প্রদায়িকতা
কর্মে উথলে উঠে দেখি সাম্প্রদায়িকতা।
স্বাধীনতার পঞ্চাশ পেরিয়েও বিচার ব্যবস্থা হয়নি স্বাধীন
কপাল পোড়ার দুর্দিন,সবগুলো বিচারক সরকারের অধীন।