মুরাদ ভাই করলো কী
তেলের বদলে মাখতে চেয়েছিল ঘি
অডিও কলে গেলো ফেঁসে
রাজনীতির যাঁতাকলে আঁটকে গেলো পা
ক্ষমতা হারিয়ে হৃদয়ে হলো বঙ্গোপসাগর সম ঘা।


ভদ্রলোকের লেবাসে
স্থান পেয়েছিলো জ্ঞানী গুণীর আসরে
মুখের ভাষা এ-তো নীচু
জাতি ছাড়লো না মুরাদ ভাইয়ের পিছু।


দলকানা শতশত ভুল দ্যাখে না যত্রতত্র
গুনগান গায় ভুলের উপর দাড়িয়ে
আকাশ ছুঁতে চায় সত্য মাড়িয়ে
সুন্দরী নারী পাশে চায় হাত বাড়িয়ে।


সংসদে কানার হাটবাজার বসিয়ে
পাস করেন আইন, করতালি দেয় এ আইন খুব ফাইন
সেই আইন তুলে দেয় আঠারো কোটি মানুষের ঘাড়ে
ঘাড় আর সোজা হয়না আইনের ভারে
পথ চলতে হয় এলোপাতাড়ি ঘুরে।


মুরাদ ভাইয়ের মুন্ডুতে ঢেলে তেল
দলকানা গুলো ঘষিয়ে বানিয়ে দিলো বেল
মাহি খতম করে দিলো মুরাদ ভাইয়ের খেল
খেলায় খেলায় মজে জিন্দেগী গেলো পঁচে।


মস্তিষ্কে শয়তানের কারখানা
রক্তে বদমাইশির আস্তানা
দিবানিশি থাকতো যদি জেলখানা
ফানা ফানা জীবন খুঁজে নিতো স্বপ্নীল ভুবন।


ক্ষমতার হিমালয় থেকে টেনে হিঁচড়ে
নামিয়ে নিয়ে এলো সমতল ভূমিতে
জিন্দা থেকেও মুরাদ ভাই মুর্দা
মুখে নেয় ধমক, তুড়িতে নেয় আর চমক।


বুকের ছাতিম ছিলো রেললাইনের মতো
হাতের কব্জি যেন অসুরের হাড়
এক তুড়িতে উড়াতে চেয়েছিলো
বাওনবাইড়ার মানুষের বাল।


রাষ্ট্র ধর্ম ইসলাম হটিয়ে
প্রতিষ্ঠা করতে চেয়েছিল কুকর্ম
প্রকাশ পেলো মুরাদ ভাইয়ের অপকর্ম
অপদস্ত হলো মুরাদ ভাই
ক্ষম নাই, ক্ষমা নাই, এমন অপদার্থের ঠাঁই নাই।


(বাল অর্থ চুল, এটি একটি হিন্দি শব্দ )