পঁচিশ বছর পর যদি
কোন এক পড়ন্ত বিকেলে
পৃথিবীর আকাশ যখন এক অপরূপ সাজে সজ্জিত হবে
পাখির কলতানে চারপাশ হবে মুখরিত
ঠিক তখনি
আমার সাথে তোমার আবারো দেখা হয়
আখাউড়ার রেলস্টেশনে সেই প্লাটফর্মে
তখন কি তুমি আমায় ডেকে বলবে
"পঁচিশ বছরের হাজারো কথা, হাজাবো ব্যাথা
জমিয়ে রেখেছি এই বুকে,
চলেন যায় হাজারো স্মৃতি জড়িত সেই কফি হাউজে"।


পঁচিশ বছর পর যদি
চলন্ত পথে কিংবা হাজারো মানুষের ভিড়ে কখনো
আমার সাথে তোমার আবারো দেখা হয়
লোনা জলে দু'আখিঁ ভিজিয়ে জানতে চাইবে কি
" এতোদিন কোথায় ছিলাম"।


আমার কথা নাই-বা জানতে চাইলে
নাই-বা জিজ্ঞেস করলে
"কেমন আছি আর কোথায় ছিলাম" তবে
পঁচিশ বছর পর যদি
আমার সাথে তোমার আবারো দেখা হয়
তখন জানতে চাইবে কি?
"আমাদের মেয়েটি কোথায় আছে, কেমন আছে
সে আজ কত বড় হয়েছে"।


আমার কেন জানি মনে হয়
তুমি সবকিছু ভুলে গিয়ে
রংধনুর সাতটি রং দিয়ে তুমি তোমার পৃথিবী সাজিয়েছো।