ক্ষমতা পেয়ে যে ক্ষমতার হরহামেশা করছো অপব্যবহার
ভাবছো অতিসহজেই পেয়ে যাবে নিস্তার ---
জোরজুলুম-জবরদস্তিতে সাম্রাজ্য করেছো বিস্তার
স্টিমরোলার চালিয়েছো,করেছো নির্মম অত্যাচার।
করেছো বাড়ি-গাড়ি, পরনারীতে আমোদ-ফুর্তি --
গরীবের হকে নির্দ্বিধায় করেছো উদর পুর্তি --
কালোটাকা সিন্দুক ভর্তি, বেখেয়ালি জীবন --
চিন্তায় আসেনি একদিন ছেড়ে যাবে ভূবণ।
খেলার ছলে নিয়েছো প্রাণ,শেষান্তে হতে চাও মহান
হুমকি-ধামকি, দ্যাখিয়ে রাঙা চোখ ---
নিত্য কাঁপিয়ে রাখতে মজলুমের মোলায়েম বুক ---
দূর করতে চাওনি কভু পড়শীর দুখ।
তোমার যুক্তিতে ছিলো হারামে আরাম -মিথ্যায় মুক্তি
ক্ষমতা টিকিয়ে রাখার অবৈধ, গোপনীয় চুক্তি --
সুবিধাভোগী, পিপাসুদের মিথ্যে, নাটকীয় ভক্তি --
জনগণ কখনোই ছিলোনা তোমার মূলমন্ত্র, শক্তি।
নর্তকী হয়েছে রক্ষক, নরপশু ভক্ষক --
জ্ঞানহীন মূর্খ অধিপতি সমাজের --
রাখালের হাতে উন্নয়নের বাঁশি --
পূর্বেকার জমিদার আজকের চাষি।
টাকা-পয়সা, ধন-সম্পদ বদল হচ্ছে হাত --
জাতির কর্ণধার নিষিদ্ধ পল্লীতে কাঁটায় রাত --
সত্য যাচ্ছে ধুলোয় মিশে, মিথ্যের হচ্ছে উদয় --
কখন যে হবে সোনার সন্তানদের বোধোদয়।