মাঝেমধ্যে কি যেন হৃদয়টাকে খামচে ধরে
চিনচিন ব্যাথা অনুভব করি
বোধহয় এক্ষুনি চলে যাবো
এই সুন্দর পৃথিবী ছেড়ে।


মাঝেমাঝে ভাবি চলে গেলে ভালোই হতো
কোন আঘাত এতোটা কুঁড়েকুঁড়ে খেতো না
এতো অন্তর্দহন হতোনা
তোমার জন্য ভিতর বাহির পুড়ে কয়লা হতোনা।


ইঁদুর তার চিকন দাঁতে যেভাবে কাঁথা_বালিশ কাটে
বুকের ভিতরে যন্ত্রণার ইঁদুরটাও হৃদয়ের ক্ষতটা কেটেকুটে বড় করছে
একদিন পুরো হৃদয় ইঁদুরের রাজত্ব হয়ে যাবে
যন্ত্রণার আঘাত লাগামহীন হয়ে কুঠারাঘাত করবে।


সবকিছুই তো নিয়মে চলে
কেবল এই ভালোবাসাটা কোন নিয়মে চলে না
নিয়মের বেড়াজালে আবদ্ধ হতে চায়না
দিনদিন এর পাগলামি বেড়েই চলেছে।


বৈশাখের ছোঁয়া পুরো পৃথিবীর গায়ে
পুরনো সবকিছু ঝেড়ে নতুন রূপে সেজেছে
তুমি কি পারো না এই বৈশাখীর মতো সবকিছু ভুলে
নতুন করে সেজে পুরনো ভালোবাসার কাছে ফিরে আসতে।


যেদিন তুমি আসবে
তোমার পদতলে হৃদয় গালিচা পেতে দিবো
রাঙা পায়ের আলতো ছোঁয়ায় শিহরিত হবে
হাজার বছরের অতৃপ্ত বাসনার মিলন মেলা হবে।