গিয়েছিলাম ভাই রমনা পার্কে
যা দ্যাখেছি হৃদয় উঠে আঁতকে।
ভালোবাসা আজ আর ভালো নই
রমনীদিগের ভিতরে নেই ইজ্জত হারানোর ভয়।
জোড়ায় জোড়ায় সাজানো পার্ক
প্রেমিকার বুকের 'পর প্রেমিকের হাত।
যাদের দৃষ্টি যায় যুগলবন্দীদের উপর
লজ্জায় তাদের মাথা হয় উপুড়।
দ্যাখেও না দ্যাখার করে ভান, চালিয়ে যায় কাজ
নির্লজ্জতা আজ যুগলবন্দীদের সাজ।
পৃথিবী হাঁটছে কোন পথে?
নগ্নতার জন্য কেউ অনশন,অবরোধ,অবরুদ্ধ করে
কেউ চায় পৃথিবীকে ফিরিয়ে নিয়ে যেতে প্রাচীন যুগে
আধুনিকতার চাদর ছিঁড়ে নগ্ন পশুতে সাজতে।
পিতা-মাতার নাড়িছেঁড়া ধন, ফাঁকি দিয়ে ঘুরতে যায় বন
মেতে উঠে অবৈধ সঙ্গমে, তৃপ্তি পায় আলিঙ্গনে।
ভালোবাসা আজ নষ্টামিতে ভরা --
বিরুদ্ধাচরণ করলে চোখ রাঙিয়ে কথা ব'লে কড়া।
আবেগ ফুরিয়ে বাস্তবতার হলে উদয়
রক্তাক্ত হয় হৃদয়, ফিরে কি আর আসে হারানো সময়।
মিশতে যদি করে নিষেধ -
হুমকি দেয় বিষপানে জীবন করবে শেষ
যখন ফাঁস হয় গোমর, মধু খেয়ে পালিয়েছে ভ্রমর
চিরকুট লিখে ওড়নায় দোলায় খুকির কোমর।
নষ্ট প্রেমে কষ্ট পেয়ে অভিমানে ছাড়ে ধরা অভিমানী
তাদের কেউ শোনায় না গান আগমনী।
যৌবনারম্ভে যখন সাঁতার কাটে প্রেম সাগরে
পিতা-মাতার কথা তেঁতো ভেবে ছুঁড়ে ফেলে ভাগাড়ে।
স্কুল ফাঁকি দিয়ে মাস্তিতে যায় নিকুঞ্জ বনে
কতকিছু হয় দুজন দু'জনার সনে -
ফিরে আর আসেনি পিতার আদরের কনে
অর্ধগলিত লাশ মিলে নিকুঞ্জ বনে।


১০/০৯/২০২২ সৌদি আরব